এক আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টা,পলাতক অভিযুক্তকারী

0
446

খবর৭১:এক আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামেরই এক বাসিন্দার বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বোলপুর মুলুক গ্রামের এক আদিবাসী এলাকায়৷ তারপর থেকেই পলাতক অভিযুক্ত৷ মেয়েটির পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে।

জানা গেছে, গতকাল সাহাবুল শেখের জমিতে কাজ করতে গিয়েছিল ১৪ বছরের এক আদিবাসী তরুণী৷ সেই সময় সাহাবুল ওই তরুণীকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে৷ কোনো রকমে সেখান থেকে পালিয়ে নিজের সম্মান বাঁচায় সে৷ এরপর বাড়িতে এসে গোটা ঘটনাটি জানায় ওই তরুণী।

এদিকে গতকালই তরুণীটির পরিবারের পক্ষ থেকে বোলপুর থানায় সাহাবুল শেখের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়। যদিও ঘটনার পর থেকেই পলাতক সে৷ ইতিমধ্যে বোলপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মুলুক পাড়ার আদিবাসী বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। মূল অভিযুক্তের চরম শাস্তির দাবি করছেন তারা৷
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here