লালমনিরহাটে বিএনপি’র ২৮নেতাকর্মীসহ অজ্ঞাত ৩/৪শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

0
471

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে মহান বিজয় র‌্যালিতে বিএনপি-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপি’র ২৮নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৩/৪শত জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১৬ডিসেম্বর) রাতে এসআই আলমগীর হোসেন বাদী হয়ে সদর থানার মামলাটি দায়ের করে।
মামলার এজাহারে বলা হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‌্যালি বের করার সময় লালমনিরহাট জেলা বিএনপি-আ’লীগে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ায় দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার, সদর থানার ওসি মাহফুজ আলম, এসআই আলমগীরসহ দুই কনস্টবল আহত হয়। বিএনপি’র ২৮নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৩/৪শত জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে গোপনীয়তার স্বার্থে আসামীদের নাম প্রকাশ করেনি মামলার বাদী।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মাহফুজ আলম বলেন, পুলিশের উপর আক্রমন ও সরকারী কাজে বাধা দেয়ায় ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, আহত পুলিশ সদস্যরা আশংকা মুক্ত রয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here