২০ ডিসেম্বর রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি ও সুবর্ণ জয়ন্তী

0
317

নুসিং থোয়াই মার্মা, (বান্দরবন প্রতিনিধি) :

১৯৬৭ সালের ১ জানুয়ারি রুমা নিম্মমাধ্যমিক স্কুলের পথচলা শুরু হয়। প্রতিষ্ঠার পর এই স্কুলটি ১৯৮৩ সালে মাধ্যমিক স্কুলে রুপান্তরিত এবং ১৯৮৯ সালে সরকারিকরণ করা হয়। ঐ এলাকার সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রয়াত লাল নাগ বম দুর্গম এলাকায় শিক্ষার বিস্তারের উদ্দেশ্যেই স্কুলটি প্রতিষ্ঠা করেন।সাবেক ছাত্র-ছাত্রী, পরিচালনা স্কুল কমিটির উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর স্কুলটির ৫০ বছর পূর্তি পালন করতে যাচ্ছে। এ বিষয় নিয়ে রবিবার বান্দরবন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সূর্বণ জয়ন্তী উদ্যাপন কমিটি। এতে স্কুলের সংকট ও প্রতিকূলতা তুলে ধরা হয়। সম্মেলনে বক্তারা বলেন, যেকোনো ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে সুবর্ণ জয়ন্তী সাফল্যমণ্ডিত করে তোলার জন্য স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। কেননা বর্তমানে স্কুলে প্রধান শিক্ষকসহ সাতটি পদ শূন্য রয়েছে। মাত্র চারজন শিক্ষক পাঠদান দিচ্ছেন ৩৫০ শিক্ষার্থীকে। নানা সংকট ও প্রতিকূলতা দূর করতে সাংবাদিকদের লেখনী অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত স্কুল কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং মার্মা, সাবেক ছাত্র ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হ্লা শৈ নু।সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here