খবর৭১:৩৬তম বিসিএসে নন-ক্যাডার পদের জন্য এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৭০০ প্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি। এই বিসিএসে ক্যাডার না পাওয়া তিন হাজার ৩০৮ জনকে নন-ক্যাডারে রাখা হয়েছে।
পিএসসি সূত্র জানায়, নন-ক্যাডারে প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন তিন হাজার ৩০৮ জন। প্রায় ৬০০ জন নন ক্যাডারের জন্য আবেদন করেননি।
নন-ক্যাডারে থাকা কিছু প্রার্থী আগের বিসিএসে ক্যাডার বা নন-ক্যাডারে চাকরি করছেন বলে তাঁরা এতে আবেদন করেনি। এটি একদিক থেকে নন-ক্যাডারের প্রার্থীদের জন্য ইতিবাচক। কেননা তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ল।
গত ১৭ অক্টোবর ৩৬ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ক্যাডার না পাওয়া তিন হাজার ৩০৮ জনকে নন-ক্যাডারে রাখা হয়েছে।
৩৬ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৯২টি, পুলিশ ক্যাডারে ১১৭টি, কর ক্যাডারে ৪২টি, পররাষ্ট্র ২০, নিরীক্ষা ও হিসাব ১৫, কৃষি ৩২২, মৎস্য ৪৮, স্বাস্থ্য সহকারী সার্জন ১৮৭, পশুসম্পদ ৪৩-সহ দুই হাজার ৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে।
খবর৭১/এস: