খবর৭১: মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র্যালি শুরু হয়েছে। রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর ৩টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিজয় মিছিল।
র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যালিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
র্যালিতে পর্যায়ক্রমে সবার অগ্রভাগে মহিলা দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দলসহ অঙ্গ সংগঠন এবং সর্বশেষে ঢাকা মহানগর বিএনপি।
এর আগে বিজয় র্যালিতে যোগ দিতে দুপুর থেকেই নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে। সুসজ্জিত ট্রাক, পিকআপ ভ্যান থেকে মাইক, লাউড স্পিকারে বাজানো হচ্ছে দলীয় ও দেশাত্মবোধক গান, বিজয়ের গান।
জাতীয় পতাকা, দলীয় পতাকা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন যানবাহন।
খবর৭১/এস: