খবর ৭১: সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে জালালী সমাজ কল্যাণ সংস্থা। আর্থ সামাজিক উন্নয়নে তাদের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। সমাজের শিশু-কিশোরের মধ্যে ইতিবাচক কাজের প্রেরণা সৃষ্টির জন্য তাদের এই আয়োজনকে স্বাগত জানাই।
দরগাহ মহল্লা সিলেটের জালালী সমাজ কল্যাণ সংস্থা-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জালালী সমাজকল্যাণ সংস্থার সভাপতি শেখ হাফিজ কবির আহমদের সভাপতিত্বে গত শনিবার আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, জামাল উদ্দিন সার্ভেয়ার।
মোহাম্মদ মামুনুল হক মামুনের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি মো. আকতার হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মো. সফায়েত আহমদ, সহ সাধারণ সম্পাদক নাজমুল আহমদ সাহেল, সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ, অর্থ সম্পাদক মো. সরওয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক নজীর হোসেন, মাহবুব আহমদ চৌধুরী, আশরাফ সিদ্দিকী রাহাত, সংস্থার প্রচার সম্পাদক সৈয়দ আমীন আহমদ, কোষাধ্যক্ষ দুলাল আহমদ, সহ প্রচার সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন এবং সংস্থার সকল কর্মকান্ডে সহযোগিতার করার আশ্বাড প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শিশু শিল্পী তামিম ইকবাল।
খবর৭১/এস: