উন্নয়নের জন্য দুর্ভোগ মেনে নিতে হবে: কাদের

0
368

খবর ৭১: উন্নয়নকাজের জন্য দুর্ভোগ মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাস ডিপো ও যাত্রীসেবা অ্যাপ ‘কতদূর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যানজটের জন্য কিছুই করার নেই। মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতে হবে।

তিনি বলেন, বিআরটিসি দুর্নীতি ও হয়রানিমুক্ত হবে। যাত্রীসেবার মানোন্নয়নসহ হয়রানিমুক্ত পরিবহন সেবার কাজ চলছে।

ওবায়দুল কাদের বলেন, বাস সংকট ব্যাপক। এ কারণে ৬০০ বাস আমদানির প্রক্রিয়া চলছে। শিগগিরই টেন্ডার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here