লালমনিরহাটে ৯ম শ্রেণী’র স্কুল ছাত্রীর আত্যহত্যা : প্ররচনকারী গ্রেফতার১

0
716

খবর৭১:লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদরে মোছা: জেমি খাতুন (১৪) নামের ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ প্ররচনাকারী ১যুবককে গ্রেফতার করে লাশ ময়না তদন্তে প্রেরণ করেছে।
জানাগেছে, উপজেলার দ:গড্ডিমারী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে শাহ্গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মোছা: জেমি খাতুন (১৪) পার্শ্ববর্তী এলাকার মজিবর রহমানের ছেলে আরাফাত হোসেন আরিফ(১৬) দীর্ঘদিন যাবত সময় অসময়ে মোবাইলে এবং চলার পথ গতিরোধ করে তার প্রেম জালে আবব্ধ করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে, অবশেষে জেমির ছবি ব্যঙ্গ করে ফেসবুকে আপলোড করেন । যাহা দেখে জেমি আত্ম হত্যার পথ বেছে নিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর)রাতে বাড়ির সকলের দৃষ্টির আড়াল করে দাদীর ঘরে ফ্যানে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্ম হত্যা করে। পরে ফাঁসিতে ঝুলানো দেখে দাদী চিৎকার করে সকলকেই জানান। এ খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত প্রাথমিক তদন্ত শেষে লাশ মর্গে প্রেরন ও প্ররচনাকারী আরাফাত হোসেন আরিফকে গ্রেফতার করে। পরে এই মর্মে একটি মামলা রুজু করে যাহা মামলা নং- ৩২। তাং- ২২/১১/২০১৭ লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করেছে বলে থানা অফিসার ইনচার্জ শামিম হাসান সর্দার নিশ্চিত করেছেন। অপরদিকে জেমির বাবা হত্যা মামলা দ্বায়ের করার প্রস্তুতি নিয়েছে বলে এ প্রতিনিধি কে জানান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here