তালায় গাভী ক্লাষ্টারের উন্নয়ন ও সস্প্রসারণ সংযোগ সভা অনুষ্ঠিত

0
449

খবর৭১:তালা অফিস : সাতক্ষীরা তালায় আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে গাভী ক্লাস্টারের উন্নয়ন ও সম্প্রসারন শীর্ষক সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস হলরুমে বেসরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন’র (পিকেএসএফ) সহযোগিতায় পেইজ প্রকল্পের আওতায় চিকিৎসক, কোম্পানী ও বিক্রয় প্রতিনিধিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
পেইজ প্রজেষ্ট’র প্রাণি সম্পদ (ভিসিএফ) কর্মকর্তা অশোক কুমার হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাভী কাস্টার’র উন্নয়নে গুরুত্বপূর্ন আলোচনা করেন বেসরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টা প্রেগ্রাম অফিসার শাহনেয়াজ কবীর (শাওন)।
এসময় বক্ত্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার সহকারী ভেলু চেইন ফেসিলিটেটর মো. মফিজুল ইসলাম ও সোহরাব হোসেন, প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা শহিদুল ইসলাম, ভিএফএ মো. সালাহউদ্দিন, ঔষধ কোম্পানীর জিএম রায়হান ও খাদ্য বিক্রেতা রনকুল খাঁ প্রমুখ। এসময় সরকারী ও বেসরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কোম্পানীর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here