শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরিত করায় এমপি আবু জাহির সচিব অশোক মাধব রায়কে নাগরিক সংবর্ধনা

0
510

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জকে উপজেলা রূপান্তরিত করায় হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের এমপি মোঃ আবু জাহির ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়কে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে এ সংবর্ধনার আয়োজন করে শায়েস্তাগঞ্জ উপজেলা নাগরিক সমাজ।
সংগঠনের আহ্বায়ক সৈয়দ গাজীউর রহমানের সভাপতিত্বে ও পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধীত ব্যক্তি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধীত ব্যক্তি সচিব অশোক মাধব রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক এমএ, ডা. এম এ ওয়াহাব, এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান সাদেক, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিত পাল, শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসর অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মেম্বার, শায়েস্তাগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হাজী মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আদিল হোসেন জজ, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খাঁন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, প্রভাষক জালাল উদ্দিন রুমী, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব ইসাক আলী সেবন প্রমুখ।
এর আগে সকাল থেকেই সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভবাবকরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। অনুষ্ঠান শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে রেলওয়ে পার্কিং এলাকা।
এছাড়াও নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের আগাম নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুনে অনুষ্ঠানস্থল ছেয়ে গেছে।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here