চৌগাছার স্বাস্থ্যকর্মী পলাশ হত্যাকারীদের আটকের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

0
586

খবর৭১:চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছার স্বাস্থ্যকর্মী ইয়াসির আরাফাত পলাশ (৩৫) হত্যাকারিদের আটকের দাবিতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার সকালে চৌগাছার স্বাধীনতা ভাস্কার্য মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে নিহতের পিতা বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, যাত্রাপুর ক্লিনিকে নিজ কর্মস্থলে দায়িত্বরত অবস্থায় দুবৃত্তরা আমার ছেলেকে নৃশংস ভাবে হত্যা করে। এ সময় খুনিরা তার ব্যক্তিগত মোটরসাইকেল ও সরকারী মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এই খুনের সাথে যারা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে জড়িত তাদেরকে এখনও আটক করা হয়নি বলে তিনি দাবি করেন। একটি মহল এই মামলাটি ভিন্ন খাতে নেয়ার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি পুলিশের উদ্যেশ্যে বলেন, আইন শৃংখলা বাহিনীর দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন আর শিষ্টের পালন। প্রকৃত অপরাধীদের আটক করে রিমান্ডে নিলে এই হত্যাকান্ডের রহস্য বেরিয়ে আসবে। আমি অবিলম্বে আমার ছেলের প্রকৃত হত্যাকারী, পরিকল্পনাকারি ও মদদাতাকে গ্রেফতার করে আইনে সোপর্দ করার জোর দাবি জানাচ্ছি এবং পরিবারের সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডাক্তার নুর হোসেন, ডেপুটি কমান্ডার কিতাব আলী, সাবেক কমান্ডার শওকত আলী, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহাজান কবির, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, রেজাউল ইসলাম, হায়দার আলী, আলিম উদ্দিন, আরজান আলী, মতিউর রহমান, নিহতের মা শাহিনুর বেগম, ভাই সিবলি সাদিক, স্ত্রী শারমিন সুলতানা, শিশুকন্যা ফাতেমাতুজ জুহা, ছেলে জারিফ মেম্মেদসহ মুক্তিযোদ্ধাদের সন্তান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২ নভেম্বর বৃস্পতিবার বিকালে হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর কমিউিনিটি ক্লিনিকে কর্মরত অবস্থায় স্বাস্থ্য সহকারী ইয়াসির আরাফাত পলাশ (৩৫) নির্মম হত্যার শিকার হয়। সে উপজেলার হাকিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামের ছেলে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here