শায়েস্তাগঞ্জে জাকজমকভাবে পালিত হয়েছে তারেক রহমানের ৫৩তম জন্মদিন

0
439

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি ঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র বিনপির সিনিয়র ভাইস চেয়ারম্য্যন বাংলাদেশের তরুণদের অহংকার জননেতা তারেক রহমানের ৫৩ তম জন্মদিন শায়েস্তাগঞ্জে জাকজমকভাবে পালিত হয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ বিভিন্ন জায়গায় কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন। শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ অলির উদ্যোগে গত ২০ নভেম্বর রাতে তার কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমানের কর্মময় জীবন নিয়ে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সাংবাদিক মঈনুল হাসান রতন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সাকিম, ছমির আলী, ফুল মিয়া, সাবেক কাউন্সিলর এমরান শাহ, ফজর আলী, শ্রমিক দলের আহ্বায়ক আতিকুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, শেখ মোঃ ফজর আলী, অলিউর রহমাান অলি, ফজল মিয়া, সুমন মিয়া, সুরুল মিয়া, ফয়সল শাহ, ছোরাব আলী, ফারুক মিয়া, দিলু মিয়া, এমরান মাহমুদ, উজ্জল মিয়া, হেলিম মিয়া, হান্নান মিয়া, বিল্লাল মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, কলেজ ছাত্রদল আহ্বায়ক কাউছার আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন মিয়া, কামাল মাহমুদ পন্ডিত প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here