বিএনপি নেতা সেলিম ভুইয়া’র জামিন বাতিল করে কারাগারে প্রেরন : প্রতিবাদ

0
423

খবর৭১:

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া’র জামিন বাতিল করে কারাগারে প্রেরন করেছে আদালত।

বুধবার ঢাকার সিএমএম আদালত তাকে কারাগারে প্রেরন করেন।

অধ্যক্ষ সেলিম ভুইয়াকে কারাগারে প্রেরনের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জিয়া নাগরিক ফোরাম সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরিফ মোস্তফাজামান লিটু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ঘুড়ে দাড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী।

বিবৃতিতে নেতৃদ্ব বলেন, অধ্যক্ষ সেলিম ভুইয়ার মত একজন শিক্ষক নেতাকে গ্রেফতার ও কারাগারে প্রেরনের মাধ্যমে সরকার প্রমান করলো তাদের পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছে। তারা বিরোধী দলের জনপ্রিয় নেতাদের গ্রেফতার-নির্যাতনের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছে। কিন্তু, ইতিহাস স্বাক্ষী কোন স্বৈশাসক ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে না।

নেতৃবৃন্দ অবিলম্বে অধ্যক্ষ সেলিম ভুইয়া’র নি:শর্ত মুক্তির দাবী জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here