বিয়ে নিয়ে যা বললেন তৌসিফ

0
433

খবর৭১: দুদিন আগেই নিকটতম এক সূত্রের মাধ্যমে প্রকাশ হয়েছিল যে, নতুন বছরের ফ্রেবুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হালের তরুণ অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব। পাত্রী তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জান্নাতুল ফেরদৌস সুষমা। এমন খবরে অভিনেতা নিজে অবশ্য তখন কিছু বলেননি।

দুদিন বাদে হলেও এ নিয়ে মুখ খুললেন তৌসিফ। জানালেন, ‘আসলে ঘটনা মিথ্যা বা লুকোচুরি করে এড়িয়ে যাব না। সবাই বিভিন্নভাবে জেনেছেন। তবে বিয়ের সংবাদটি ঘোষণা দিয়ে সবাইকেই জানাবো আমি। এখন এটুকুই বলছি। বাকি সব খুব শিগগিরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেব।’

এর আগে তৌসিফের ঘনিষ্টজনের সূত্রে জানা যায়, পারিবারিকভাবেই তৌসিফ-সুষমার বিয়ে হচ্ছে। পাত্রী সুষমার বাসা ঢাকার মিরপুরে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে বিবিএ পড়ছেন তিনি। তিন বছরের বেশী সময় ধরে সুষমার সাথে তৌসিফের প্রেমের সম্পর্ক।

অন্যদিকে নাটকের কাজ নিয়েই আপাতত ব্যস্ত পাত্র তৌসিফ। বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং ‘বেসিক আলী’ শিরোনামে দুটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ২০১৩ সালের ভালোবাসা দিবসের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন তরুণ এই অভিনেতা। এর পর থেকে নিয়মিতই অভিনয় করছেন নাটকে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here