খবর৭১: বিপিএলের ৫ম আসরের ঢাকা পর্বের শেষদিনের শেষ ম্যাচে অসাধারণ বোলিং নৈপুণ্যে স্বাগতিক ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত অধিনায়কত্বে থিসারা পেরেরা ও মালিঙ্গার বোলিং নৈপুণ্যে আসরের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে এই জয় পায় রংপুর।
জয়ে বড় অবদান ছিল ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের। কারণ ১৪২ রানের পুঁজির ৫২’ই ছিল গেইলের। ৪টি ওভার বাউন্ডারি ও ৫টি বাউন্ডারিতে ২৮ বলে এই রান করেন এই ব্যাটিং দানব। হয়েছেন ম্যাচসেরাও।
ম্যান অব দ্যা ম্যাচ-এর পুরষ্কার গ্রহণ করতে এসে গেইল বলেন, ‘ওই রান গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। রান পাওয়াতে ভালো লাগছে। এমন উইকেটে রান পাওয়াটা কঠিন। আমরা ১৪০ রানের বেশি করার দিকে নজর দিচ্ছিলাম অবশ্যই। কিন্তু এসব উইকেটে ব্যাট চালানো কঠিন। নতুন বলে আমাদের বোলাররাও দারুণ বল করেছে। আমাদের বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ১৪২ রান অতিক্রম করতে না দেওয়াটা সহজ নয়।’
এ সময় অধিনায়ক মাশরাফির প্রশংসা করেন তিনি। গেইলের ভাষ্য, ‘আমাদের দলে বড় কিছু নাম আছে। তাই ভালো খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। তাদের দলেও বড় কিছু নাম আছে। আমাদের অধিনায়ককে কৃতিত্ব অবশ্যই দিতে হবে, তার নেতৃত্বগুণ অনন্য। বোলারদের সে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন।’
খবর৭১/জি: