মোঃ অালী হাসান,পাঁচবিবি(জয়পুরহাট):
প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা-দত্তপাড়া গ্রামের ৫টি বাড়িতে আগুন লেগে ধান, আসবাবপত্রসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি উপজেলা
ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল হাদি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উপজেলার উচনা-দত্তপাড়া গ্রামের আইয়ুব আলীর বাড়িতে
প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে পার্শ্ববর্তী দুলাল হোসেন, সাহেব আলী, আলাউদ্দিন ও বেলাল উদ্দিনের বাড়িতে। আগুনে ওই ৫টি বাড়ির
গোলায় সংরক্ষিত ধান, ঘরের চালা, আসবাবপত্র, গরুর খাদ্য খড়ের পালাসহ বাড়ির প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলে। আগুনে পুড়ে ওই ৫টি পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ আব্দুল হাদি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।