সোনারগাঁওয়ে নানা কর্মসূচিতে মাঠে সক্রিয় বিএনপির ইমতিয়াজ বকুল

0
386

জহিরুল ইসলাম মৃধা,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নানা সামাজিক ও দলীয় কর্মসূচিতে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে আগামী একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইমতিয়াজ বকুল ইতিমধ্যে নিজ দলের কর্মসূচি ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহনের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান সুসংহত করছেন। তিনি সোনারগাঁওয়ে বিএনপির ক্লিন ইমেজের তরুন নেতা হিসেবে ইতিমধ্যে সর্ব মহলে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন। সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন ও ত্রান বিতরন কার্যক্রমে সফর সঙ্গী হয়েছেন তিনি। গত ১৮ নভেম্বর সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বাইশটেকী এলাকায় একটি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমতিয়াজ বকুল। সেখানে তার সাথে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সোনারগাঁও বিএনপির দলীয় কোন্দলের মধ্যে ইমতিয়াজ বকুল সবার কাছেই গ্রহনযোগ্য অবস্থানে রয়েছেন। গতকাল সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উপজেলার কাঁচপুরে এক বর্নাঢ্য অনুষ্টানের আয়োজন করা হয়। সোনারগাঁও থানা ছাত্র দলের উদ্যোগে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমতিয়াজ বকুল। অনুষ্ঠানে তারেক রহমানের উপর আলোচনা শেষে কেক কাটা হয়। সব মিলিয়ে বর্তমানে সোনারগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে ইমতিয়াজ বকুল তার কর্মী সর্মথকদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে ইমতিয়াজ বকুলকে মাঠে কাজ করতে বলা হয়েছে বলে জানিয়েছে তার সমর্থকরা। সে অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে রাত দিন পরিশ্রম করছেন ইমতিয়াজ বকুল।

খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here