আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার এসআই মোত্তালেব প্রধানকে একটি মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাহসিকতায় কৃতিত্বের জন্য পুরস্কৃত করেছেন জেলা পুলিশ সুপার- মাশরুকুর রহমান খালেদ বিপিএম।
জানা যায়, মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এর আগে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের তিস্তা ও ব্রহ্মপুত্র নদের দুর্গম চর থেকে চুরি হয়ে যাওয়া ৪টি মহিষ সিরাজগঞ্জের কাজীপুর থানা এলাকার চর থেকে উদ্ধার করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি সাহসিকতার সঙ্গে মহিষ উদ্ধার পূর্বক বিশেষ কৃতিত্বার্জন করেন মর্মে মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এসআই মোত্তালেব প্রধানকে আর্থিক পুরস্কারে সংবর্ধিত করেন।
খবর৭১/এস: