গ্রাম অাদালত কার্যক্রমের অগ্রগতি এবং করণীয় শীর্ষক অর্ধ-বাষিক সমন্বয় সভা

0
437

বরগুনা প্রতিনিধিঃবরগুনা জেলা প্রশাসকের উদ্যোগে গ্রাম অাদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং করণীয়’শীর্ষক অর্ধ-বাষিক সমন্বয় সভা’অনুষ্টিত হয়।

মঙ্গলবার বরগুনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষ সকাল সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ গ্রাম অাদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প কার্যক্রম অগ্রগতি করতে ৬টি উপ-জেলার চেয়ারম্যানদদের নিয়ে অালোচনা হয়।

এসময় বরগুনা জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামান(সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুর অালম(রাজস্বব) সহ উপ-জেলার চেয়ারম্যানরা।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here