দুপচাঁচিয়ায় ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ পাঁচজন গ্রেপ্তার

0
447

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া থানা-পুলিশ গত শুক্রবার রাতে ইয়াবা ও গাজা সহ বিভিন্ন অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য সহ গ্রেপ্তার হওয়া উপজেলা সদরের সরদারপাড়া মহল্লার কাকন মোহন্ত(২৫), উনাহত সিংড়া গ্রামের আবুল হোসেন সর্দার(৪৫) এবং আদালতের গ্রেপ্তারি পরওয়ানার আসামী খিদিরপাড়া গ্রামের পাইলট হোসেন সিজার(২৫), ধাপসুখানগাড়ী গ্রামের সাব্বির হোসেন(২০) ও মাঝিপাড়া মহল্লার সুলতান আলী(২৫)।
দুপচাঁচিয়া অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রাজ্জাক বলেন, মাদক ব্যবসায়ী কাকনের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট ও আবুল হোসেনের কাছ থেকে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here