জগন্নাথপুরে দু-পক্ষের সংঘর্ষে আহত-২০

0
453

খবর৭১,জগন্নাথপুর প্রতিনিধি:-জগন্নাথপুরে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৫টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আব্দুল হাশিমের লোকজন গ্রামের পাশ্ববর্তী শ্রীমারাকান্দি নামক স্থানে পতিত ভুমি দখল করে ঘর নির্মান করতে চাইলে প্রতিপক্ষ একই গ্রামের ফারুক মিয়া ও তার লোকজন বাধা দেয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মূখোমূখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের মৃত পছন উল্ল্যার পুত্র রাজা মিয়া (৪৫), বশির মিয়া (৪০), শানুর মিয়া (৩৫), মোহন মিয়া (৫০), মৃত মোজাম্মেল আলীর পুত্র ফারুক মিয়া (৩৫), মৃত আহমদ আলীর পুত্র আব্দুল করিম (২৫), মৃত শাহজাহান মিয়ার পুত্র গৌছ মিয়া (৪৫), মৃত রুকম উল্ল্যার পুত্র দবুর মিয়া (৬৪), আবরুদ মিয়া (৫০), মৃত ওয়াছকির আলীর পুত্র আব্দুল কুদ্দুছ (৪০)সহ আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হলে রাজা মিয়া, আব্দুল করিম, গৌছ মিয়া ও দবুর মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here