খবর ৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে চতুর্থবারের মতো আদালতে উপস্থিত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১ টা ৩৯ মিনিটে তিনি পুরান ঢাকা বকশীবাজারে আলিয়া মাঠে স্থাপিত বিশেষ আদালতে আসেন।
এর আগে ১০টা ৫৩ মিনিটে বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এজলাসে বসেন।
জিয়া চ্যারিটেবল মামলায় সাক্ষীদের জেরা শুরুর আদেশ দেন তিনি। দুদকের কর্মকর্তা সাক্ষী নূর মোহাম্মদকে জেরা করেন খালদা জিয়ার পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম। এর পর দ্বিতীয় সাক্ষী স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক মতিঝিল শাখায় ওই সময়ের কর্মকর্তা আমিরুল ইসলামকে জেরা করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে আদালত সাময়িক বিরতিতে যান।
আদালতে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, জয়নুল আবেদীনসসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত রয়েছেন।