বরগুনায় মটর সাইকল চালক শ্রমিক ইউনিয়নর সংবাদ সম্মলন

0
582

মোঃ জাহিদ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:বরগুনা-নিশানবাড়িয়া এবং বরগুনা-বতাগী সড়ক বাস মালিক সমিতির ভাড়াট সন্ত্রাসীরা কর্তক মটর সাইকল চালক ও যাত্রীদর হয়রানী, নির্যাতন এবং গাড়ী ভাংচুরর প্রতিবাদ জেলা মটর সাইকল চালক শ্রমিক সংগঠন আজ দুপুর বরগুনা প্রেসক্লাব এ সংবাদ সম্মলন করেন।

এ সময় ভাড়াট মটর সাইকল চালক ও শ্রমিক সংগঠনর নতারা অভিযাগ কর বলন, বরগুনার দুটি গুরুত্বপূর্ণ সড়ক বাস মালিক সমিতির ভাড়াট সন্ত্রাসীরা দীর্ঘ্যদিন ধর ভাড়াট মটর সাইকলসহ ছাট যানবাহন চলাচল বাঁধা সষ্টি করছ। কান যাত্রী বাস ছাড়া অন্য পরিবহন মাধ্যম সড়ক দিয় যত চাইল ওই পরিবহনর চালকসহ যাত্রীদর মারধর এবং লাঞ্ছিত করা হয়।

এমনকি একাধিক মটরসাইকল ভাংচুর করছ এসব ভাড়াট সন্ত্রাসীরা। তাই এ ব্যাপার প্রশাসনর সহযাগিতা চান মটর সাইকল চালক শ্রমিক নতারা।এ সময় বক্তব্য রাখন, বরগুনা জলা মটর সাইকল চালক ও শ্রমিক ইউনিয়নর সভাপতি রইসুল আলম রিপন, সাধারণ সম্পাদক মা: সিদ্দিকুর রহমান, মাওলানা আলতাফ হাসন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here