খবর ৭১: (রূপক গল্প : মোহন হাসান) : একদল শিশু-কিশোর সংঘবদ্ধ হইয়া তিল তিল ভালোবাসা দিয়া তাহাদের বিদ্যালয়ের সম্মুখে একটি বাগান গড়িয়া তুলিলো। কিন্তু অকস্মাৎ একদিন সেই বাগানে দুই মত্ত হস্তির আবির্ভাব ঘটিলো। ‘ফুল্ল বনে মত্ত হস্তি’ ঢুকিয়া পড়িলে যাহা ঘটে তথায় তাহাই ঘটিলো। শিশুরা কয়েক দিবস পর তাহাদের বাগানে গিয়া নিরাপদ দুরত্ব বজায় রাখিয়া দেখিলো, বাগানে কোনো ফুল্ল বৃক্ষ নাই। যাহা রহিয়াছে তাহা সমস্তই আগাছা, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ।
শিশুরা অতি দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে ফিরিয়া আসিয়া সংকল্প করিলো মত্ত হস্তির নিকট তাহারা হার মানিবে না। তাহারা মনস্থ করিলো- পুনরায় নতুন করিয়া বাগান গড়িয়া তুলিবার। যেমনি কথা তেমনি কর্ম। তাহারা অধিকতর উৎসাহে নূতন বাগান বানাইলো। চেষ্টা-তদবির চালাইয়া নূতন বাগানে পৃথিবীর সমস্ত সুন্দর ফুল্ল বৃক্ষের সমারোহ ঘটাইলো। চতুর্দিকে লৌহদন্ডের শক্ত প্রাচীর স্থাপন করিলো। ফটকে বসাইলো সুদক্ষ চৌকস পাহারাদার। ইহার পর সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করিলো, নূতন বাগানে যতো আগাছা, ময়লা-আবর্জনা ও ক্ষতিকর কীট-পতঙ্গ জম্মাইবে তাহা পরিত্যক্ত বা মত্ত হস্তির বাগানে নিক্ষেপ করিয়া উহাকে ভাগাড় হিসাবে ব্যবহার করিবে। শিশুরা উপলব্ধি করিলো- মত্ত হস্তির নিকট ফুলের মূল্য বা কদর নাই। উহার ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও আগাছাই প্রিয়।
উপসংহার : মন্তব্য নিষ্প্রয়োজন
‘বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি’