নড়াইলে টেলিভিশন প্রদান করলেন আমাদা কলেজের কৃতিত্বের সাথে পাশ করা চার ছাত্র

0
506

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
পড়ালেখার পাশাপাশি খন্ডকালীন চাকুরির টাকা জমিয়ে নড়াইলের আমাদা আদর্শ কলেজে একটি টেলিভিশন প্রদান করেছেন চার শিক্ষার্থী। দুপুরে কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খানের হাতে টেলিভিশন তুলে দেন শিক্ষার্থীরা। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে রিয়াজুল ইসলাম, তৌফিকুল ইসলাম, রহিম শেখ ও সুজন শেখ সনি ব্র্যান্ডের ২৪ ইঞ্চি টেলিভিশন প্রদান করেন। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আশরাফুল ইসলাম, ফরহাদ খান, সমীর কুমার বিশ্বাস, প্রকাশ পাঠক, নবনিতা বিশ্বাস, মনিরুল ইসলাম, আজিজুল ইসলাম, মঞ্জুয়ারা পারভীনসহ শিক্ষার্থীরা। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সহ-সভাপতি পৌর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক বুলু, উপদেষ্টা সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান শাওন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রিয়াজুল, তৌফিকুলসহ টিভি প্রদানকারী শিক্ষার্থীরা জানান, তারা ঢাকায় বিভিন্ন কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছে। পাশাপাশি খন্ডকালীন চাকুরি (পার্টটাইম) করেন। চাকুরির বেতন থেকে কিছু টাকা জমিয়ে তারা আমাদা আদর্শ কলেজে একটি টেলিভিশন রোববার (২৯ অক্টোবর) দিয়েছেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদা কলেজের ছাত্র হিসাবে ভবিষ্যতেও এ কলেজে উন্নয়নমূলক কাজ করতে চান শিক্ষার্থীরা। প্রসঙ্গত, আমাদা আদর্শ কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন রিয়াজুল, তৌফিকুল, রহিম ও সুজন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here