জগন্নাথপুরে আওয়ামী লীগের কর্মীদের সমাবেশ

0
515

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে কমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় পৌর শহরের হবিবপুর এলাকায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মাস্টার সিরাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হাজী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব পৌর কাউন্সিলর মোঃ আবাব মিয়া, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, পৌর আওয়ামী লীগ নেতা ও প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর দীপক গোপ, পৌর আওয়ামী লীগ নেতা ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহির উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীন নেতা মোতালিব মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম মান্না, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন, সেলিম মিয়া, জহুর মিয়া, তোফায়েল আহমদ মুটুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছালিক আহমদ পীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মামুন হোসেন, ফয়জুল ইসলাম, হোসাইন আহমদ টিটু, হাজী আকমল হোসেন, মকসুদুল হক, হরূপ মিয়া, কয়েছ মিয়া, জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা লিটন দেব, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খান, মুহিন মিয়া, ইফতার হোসেন, হাসানুর রহমান হাসান, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা অহী আহমদ নিলু, ছাত্রলীগ নেতা শাহীন মিয়া সুমন, হায়দার মিয়া, আব্দুল মুবিন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন তৃনমূল নেতাকর্মীরা নৌকার মাঝি হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত সামাদ আজাদ তনয় মেরিন ইঞ্জিনিয়ার আজিজুস সামাদ আজাদ ডনকে দেখতে চায়। বক্তারা আজিজুস সামাদ ডনকে সুনামগঞ্জ-৩আসনে মনোনয়ন প্রদানে জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান। সভায় বক্তারা বলেন এর ব্যতয় ঘটলে নৌকার বিজয়ের ধারা ব্যহত হবে। সভায় ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর প্রচারনায় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে নৌকা ও আজিজুস সামাদ ডনের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। সভায় আগামী ৩নভেম্বর জেল হত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here