জগন্নাথপুরে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত

0
703

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুরে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্টিত হয়েছে। রবিবার রাত ৮টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপি নেতা সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান বলেছেন, আওয়ামী দু:শাসনে দেশ ও জাতি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে দেশ প্রেমিক জনতা ঐক্যবদ্ধ। তিনি বলেন প্রায় ২০বছর ধরে উপজেলা যুবদল ও ছাত্রদলের কমিটি হয়নি। তিনি আগামী আন্দোলন সংগ্রামের স্বার্থে যুবদল ও ছাত্রদলের কমিটি গঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন ৬৯’র গন অভ্যাঙ্খান, ৭১’র স্বাধীনতা যুদ্ধ ও ৯০’র সৈরাচার বিরোধী আন্দোলনে কোন কমিটি ছিলনা। প্রত্যেক প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম করে বিজয় নিশ্চিত করেছে। তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার নিন্দা জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনছার মিয়ার পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন, সাবেক যুব বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ, সাবেক সদস্য পৌর কমিশানার মো: আকিক মিয়া, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলাল হোসেন,উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান, রফিক আহমদ, সাবেক ইউপি সদস্য এনাম হোসেন আনা, খয়রুল কামালী, রিপন মিয়া, বাবুল হোসেন, লেবু মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এম এ শহিদ, সাধারন সম্পাদক সেলিম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক এম এ কাহার, সাংগঠনিক সম্পাদক মোদাব্বির হোসেন রবিন, আব্দুর রব, মো: আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল মনাফ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: মতছির আলী, সদস্য শাহরীন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, জয়নুল হক, জুবেল মিয়া, আলী আফরোজ, ফয়ছল আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা শরীফ আহমদ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here