ফুলবাড়ীয়ায় প্রশাসনে নারীদের জয় জয়কার

0
908

মোঃ আব্দুল হালিম,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ নরীরা এগিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই কোন কিছুতেই। এমন কোন কাজ নেই যেখানে নারীদের অংশগ্রহণ নেই। শিক্ষা-দিক্ষা,কাজে-কর্মের মাধ্যমে এক কথায় দেশ উন্নয়নের অগ্রপথিক হিসেবে নারীদের ভূমিকা অনীস্বীকার্য।
ফুলবাড়ীয়ায় উপজেলা প্রশাসনের উচ্চ পর্যায়ে যেমন নারী কর্মকর্তাদের জয় জয়কার,তেমনি প্রশাসনিক কাজে তাদের সুনাম সুদৃঢ় করছেন আপন যোগ্যতা বলে। রাত ও দিন নেই যেখানোই বাল্য বিবাহ, সেখানেই ছুটে যান ইউএনও লীরা তরফদার। মাদক,যৌতুক-বাল্যবিবাহ ও জঙ্গীমুক্ত সমাজ গড়তে বিভিন্ন সভা-সেমিনার করছেন তিনি। বিভিন্ন সামাজিক সংগঠনে অতিথি হয়ে এসবের কুফল সর্ম্পকে বিস্তর আলোচনা করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নমূলক কর্মকান্ড তদারকি, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যচ্ছেন এ কর্মকর্তা।
কৃষি নির্ভর ফুলবাড়ীয়ায় কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোছাঃ নাছরিন আক্তার বানু। কৃষকের ধারপ্রান্তে চষে বেড়ান নারী এ কর্মকর্তা। কৃষকের ফসলের যে কোন সমস্য দেখা দিলে চলে যান মাঠে। সু-পরামর্শ ও রোগ নির্ণয় করে সমাধান দেওয়ায় চেষ্ঠা করেন সব সময়। প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটরিনারী সার্জন কনিকা সরকার অল্পদিনেই বিভিন্ন খামারিদেরসহ কৃষকের গৃহপালিত প্রাণীদের চিকিৎসা দিয়ে মনজয় করতে সক্ষম হয়েছেন তিনি।
উপজেলায় ১৭ টি দপ্তরের মধ্যে ৮ টিতে নারী কর্মকর্তা রয়েছেন। তারা অফিস করেন নিয়মিত। কাজে নেই তেমন কোন গাফলতি। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা নারী থাকার পরও সাধরন মানুষ অনেকটা খুশি। কারন যারাই সেবা নিতে আসেন, তিনি সমাধান দেওয়ার চেষ্টা করেন।
উপজেলায় নারী কর্মকর্তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লীরা তরফদার, সহকারী কমিশনার (ভূমি) শিউলী হরি, কৃষি কর্মকর্তা ড. মোছাঃ নাসরীন আক্তার বানু, ভেটরিনারী সার্জন কনিকা সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নাসরিন আক্তার, একাডেমিক সুপার ভাইজর মোহসিনা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, নারী কর্মকর্তারা তাদের যোগ্যতা মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। মাঠ প্রশাসনে কাজ করতে তৃণমূলের মানুষের কাছাকাছি পৌছাতা হয়। সমস্যা চিন্হিত করে, সেগুলো সমাধান করাটাই হলো বড় চ্যালেঞ্জ। সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন কাজ করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে তেমন কোন সমস্যা হয়না, প্রায় সবাই সহযোগীতা করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here