ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের আনন্দ মিছিল

0
883

জাবি প্রতিনিধি:জাহাঙ্গরিনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ২০১৭-২০১৮ সেশনে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জাবি শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো সোহেল রানা ও সাধারন সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে মিছিলটি চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন হয়ে প্রান্তিক গেটে গিয়ে শেষ হয়।
আজ ১০ অক্টোবর ২০১৭ সকাল ৯ টায় শাখা ছাত্রদলের সভাপতি মো সোহেল রানা ও সাধারন সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট,জাবি স্কুল এন্ড কলেজ মোড়,প্রান্তিক মোড়ে ফুল আর কলম দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ছাত্রদল নেতৃবৃন্দ।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জাবি শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো সোহেল রানা ও সাধারন সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃতে মিছিলটি চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন হয়ে প্রান্তিক গেটে গিয়ে শেষ হয়। মিছিলে ‘অস্ত্র নয় কলম ধরো ,সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ো’ স্লোগানের মাধ্যমে নবীনদের ছাত্রদলের রাজনীতিতে আসার আহবান জানান।
এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব,মিজানুর রহমান রনি,যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন,রাধেশ্যাম বিশ্বাস এবং শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক আব্দূল কাদের মার্জুক, রোমান ও ছাত্রদল নেতা সবুজ আহমেদ ,আবু হেনা ,ইকবাল ,নাজমুল,হাবীব সহ আরো অনেকে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here