মায়ানমারের ঘৃণ্য সেনা

0
764

মোঃ শরিফুল ইসলাম রতন

মায়ানমারের ঘৃণ্য সেনারা
রোহিঙ্গা মুসলিমদের করলি দেশ ছাড়া,
কে করল অপরাধ ভাবলি না একবার
বিচার করলি সবার, পুড়ে করলি ছাড়খার।

নারী শিশু বৃদ্ধ, যুবক-যুবতি
কেটে করলি কুচি কুচি!
জীব হত্যা মহা পাপ
এইকি তোদের ধর্মের নীতি?

মা-বোনের ইজ্জত লুটে
জীবন কেড়ে নিলি,
এত নিষ্ঠুর এত নির্মম
কেমনে করে হলি।

সভ্য যুগে অসভ্য কাজ
তোদের দেখে বিশ্ব অবাক!
বর্বর যুগকেও হার মানালি
মানুষ হত্যা করি।

সুচি তুই শান্তিতে পেলি নোবেল
রোহিঙ্গা নিয়ে খেললি যে খেল,
সারা জীবনে তোর কষ্টের অর্জন
মানুষ মেরে তুই সব দিলি বিসর্জন।

ভাবলি না একবার
প্রজা ছাড়া রাজার কি দাম,
প্রজা আছে তো রাজা আছে
প্রজার দুঃখ লাঘবইতো রাজার কাম।

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
রোহিঙ্গা মুসলিমদের ঠাঁই দিয়ে
বাংলাদেশ পেল সম্মান।

বাঙালী জাতি সভ্য জাতি
বলার কিছু নাই,
রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে
প্রমাণ করল তাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here