জগন্নাথপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আলোচনা সভা

0
716

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে পৌর শহরের সি/এ মার্কেট প্রাঙ্গনে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্তি অভিযান কার্যক্রম শুরু করা হয়। বিকেল ৪টায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেছেন, জাতীয়তা বাদি দল বিএনপি একটি সুশৃংখল সংগঠন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগনের কল্যানে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন একটি সুশৃংখল রাজনীতিক সংগঠনকে কলোষিত করতে দলের ভেতরে থাকা কিছু কতিপয় ব্যক্তিরা নানা অপপ্রচার চালিয়ে দলের গতিশীল কার্যক্রমকে নস্যাত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি উপজেলা যুবদল নেতা হাফিজ হত্যাকান্ডের মামলার এখনো বিচার হয়নি উল্লেখ করে বলেন মামলায় ঐ সময়ে হাফিজ হত্যা কান্ডের মামলায় যারা স্বাক্ষী হয়েছিলের তারা আজ দেশ ছেড়ে প্রবাসে অবস্থান করায় হাফিজ হত্যাকান্ডের বিচারটি বিলম্বিত হচ্ছে। তিনি বলেন হাফিজের রক্তের সাথে যারা বেঈমানী করে যাচ্ছে সেই বেঈমান মুনাফিকদের সাথে কোন আপোষ নেই। তিনি বলেন বিএনপির ধারাবাহিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ করে দলকে এগিয়ে নিতে হবে। যাতে কোন ধরনের ষড়যন্ত্রকারী বিএনপির এই সু-সংগঠিত দলে ঢুকে যড়যন্ত্র না করতে পারে। দেশে শান্তি শৃংখলা ও গনতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপিকে পুনরায় ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী লুৎফুর রহমান, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ মাষ্টার, উপজেলা বিএনপি নেতা কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ, যুব বিষয়ক সম্পাদক এম এ শাহেদ, বিএনপি নেতা আব্দুল হান্নান, হাফিজ কবির আহমদ, হাজি ছায়াদ আলী, নিকসন মিয়া, পারভেজ চৌধুরী, জামিল হোসেন গেদন, মইনুল ইসলাম, জিতু মিয়া, আলমগীর জিম্মাদার, গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, মোজাম্মেল হোসেন, আব্দুল মন্নান, কয়ছর আহমদ, নানু মিয়া, গিয়াস উদ্দিন, আলাল হোসেন, আব্দুল মতিন, উপজেলা যুবদলের সিনিয়র নেতা শামিনুর রহমান, যুবদল নেতা আনছার মিয়া, রফিক আহমদ, এনাম হোসেন আনা, আবু বক্কর, সাবেক মেম্বার আনা মিয়া, খায়রুল কামালী, শাহাব উদ্দিন, তাজুল জিম্মাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এম এ শহীদ, সাধারন সম্পাদক সেলিম আহমদ, সহ-সভাপতি মাসুম আহমদ, লাকু মিয়া, ফয়ছল আহমদ, হাফিজুর রহমান, শামছুন্নুর, সাংগঠনিক সম্পাদক মদব্বির হোসেন রবিন, আব্দাল মিয়া, আব্দুর রব, সেচ্ছাসেবকদল নেতা সৈয়দ আনিছুর রহমান আনিছ, আলী হোসেন, জিলু মিয়া, ফয়েজ আহমদ, রুয়েল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, আলী আফরোজ, খলিল আহমদ, শামছুজ্জামান শামীম, সিদ্দিকুর রহমান, আলী হোসেন, মহসিন আহমদ, খুর্শেদ আলম, শাহ শাকিল, ধন মিয়া, শরিফ আহমদ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন জানান, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ সপ্তাহের প্রথম দিনে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার খানেক সদস্য নবায়ন ও নতুন অন্তর্ভুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here