ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ শনিবার সকালে ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের পাশে তেলিগ্রাম কান্দাপাড়া নামক স্থান থেকে ব্রিফকেস ভর্তি অজ্ঞাত (৩৭) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকালে পিবিআই,সিআইডিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছেন। ভোরে স্থানীয়রা সড়কের পাশে ঝুপের আড়ালে একটি ব্রিফকেসে মানুষের মাথা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতাল মর্গে প্রেরণ করেছে। লাশের মুখ ঝলসানো ও ওড়না দিয়ে বাঁধা ছিল। পরনে ছিল কালো পেন্ট ও সাদা সেন্টু গেঞ্জি। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, ব্রিফকেস ভর্তি লাশটি সনাক্ত করার কোন উপায় নেই, মুখ ঝলসানো ও পচন ধরেগেছে, ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর শনিবার রাতে কোন এক সময় লাশটি ফেলেরেখে যায়।
উল্লেখ্য ঃ গত ১০ সেপ্টম্বর ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের পাশে কালিবাজাইল নামক স্থানের একটি পুকুর থেকে অজ্ঞাত (২৪) যুবতীর লাশ উদ্ধার করা হয়। দুইদিন পর লাশটির পরিচিয় মিলেছে সে ফার্জিল তৃতীয় বর্ষের ছাত্রী।
খবর৭১/এস: