আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম, এসআই বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এতে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত (পারিবারিক)’র দেয়া ১ বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ওমর ফারুক (৩০)কে বামনডাঙ্গা বন্দর থেকে গ্রেপ্তার করেন। সে বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের সুলতান মিয়ার পুত্র। এরআগে এসআই আলম বাদশা ও এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এতে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে ৪ আসামীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজীবপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র মিলন মিয়া (৩০), মামুন মিয়া (২৫), আনোয়ারুল ইসলামের পুত্র রঞ্জু মিয়া (৩০) ও মোকলেছুর রহমানের পুত্র মশিউর রহমান ৩২)।
থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/এস: