শীতার্তদের পাশে জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন

0
19

খবর ৭১: হাড় কাপানো শীতের তীব্রতা নাজেহাল হয়ে পড়েছে শীতার্ত অসহায়, দু:স্থ, ছিন্নমূল, ভবঘুরে ও খেটে-খাওয়া শ্রেণির নিম্ম আয়ের মানুষরা। শীতের এই তীব্রতা থেকে শীতার্ত মানুষদের রক্ষা করতে প্রতি বছরের ন্যায় এবছরও শীত বস্ত্র বিতরণ করেছে জাফর বিন মোহাম্মদ আল পাটওয়ারী ফাউন্ডেশন।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া সংলগ্ন টাহরখিল পাটওয়ারী বাড়িতে আড়াই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
মরহুম জাফর পাটওয়ারীর সহধর্মিণী খন্দকার সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাতকানিয়ার যুগ্ম জেলা জজ মোঃ দেলোয়ার হোসেন।
ফাউন্ডেশনের সদস্য মোঃ আফজাল পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান, সাবেক ইউপি সদস্য মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মোঃ বাবুল পাটওয়ারী, অভিজিৎ দাস, দিল আফরোজ, সাদিয়া পাটওয়ারী ও সাদেক পাটওয়ারী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। বক্তারা আরো বলেন, মরহুম মোঃ জাফর পাটওয়ারী ছিলেন এই এলাকার গর্ব। তার নামেই একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন স্ত্রী- সন্তানরা। আর ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর অত্র এলাকা সহ আশপাশের এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ব্যাপক পরিসরে ইফতার মাহফিল, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা সহ সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রেখে চলছেন। গ্রামের অসহায় মানুষদের জন্য এ প্রতিষ্ঠান আগামীতেও কাজ করবে।আমরা উক্ত ফাউন্ডেশনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here