২১তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশের অর্থনীতি

0
13

লন্ডনভিত্তিক সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR) জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি আগামী ১৫ বছরের মধ্যে ১.৬০ ডলার ট্রিলিয়ন আকারে পরিণত হয়ে বিশ্বের ২১তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

পোশাক খাতের পাশাপাশি ওষুধ ও ইলেকট্রনিক্স খাতে সফল বৈচিত্র্যকরণ, অবকাঠামো বিনিয়োগ এবং ক্রমবর্ধমান জনমিতি সুবিধার কারণে বাংলাদেশ এই অবস্থানে পৌঁছাবে।

CEBR-এর ১৬তম বার্ষিক বিশ্ব অর্থনৈতিক আউটলুক রিপোর্টে বলা হয়েছে, ২০৩৯ সালের মধ্যে বাংলাদেশ সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (UAE), সুইডেন এবং বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকে অর্থনীতির আকারে ছাড়িয়ে যাবে।

বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার ৪৩৪ ডলার বিলিয়ন, যা ১৮৯টি দেশের মধ্যে বিশ্বে ৩৭তম। তবে ২০৩৯ সালের মধ্যে দেশটি ১৬ ধাপ এগিয়ে ২১তম স্থানে পৌঁছাবে।

তবে, এই অর্থনৈতিক অগ্রগতির পেছনে একটি বিপরীত চিত্র রয়েছে: ২০৩৯ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ৮,০৬১ ডলার হবে, যা ১৮৯টি দেশের মধ্যে ১২৩তম স্থানে থাকবে।

সুইজারল্যান্ডের মাথাপিছু জিডিপি ১৫৬,৭৭৩ ডলার হবে, যা বাংলাদেশের তুলনায় ১৮ গুণ বেশি।সংযুক্ত আরব আমিরাত এর মাথাপিছু জিডিপি ১০৫,২০৯ ডলার হবে, যা বাংলাদেশের তুলনায় ১২ গুণ বেশি। সুইডেন এবং বেলজিয়াম যথাক্রমে ১৮তম এবং ২২তম স্থানে থাকবে।

দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ ২০৩৯ সালে মাথাপিছু জিডিপিতে শীর্ষে থাকবে, ৩৮,৮৫৯ ডলার নিয়ে বিশ্বে ৫৯তম স্থানে। এর পরে ভুটান (১০৬তম) এবং বাংলাদেশ (১২৩তম)।

মাথাপিছু জিডিপি হিসাবে বাংলাদেশ ভারতকে (১২৪তম) এক ধাপ পেছনে ফেলবে। তবে ভারত ২০৩৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। পাকিস্তান (১৬২তম), নেপাল (১৬০তম), এবং শ্রীলঙ্কা (১৩৪তম) এ অঞ্চলের নিচের দিকে থাকবে।

বর্তমানে বাংলাদেশ ২,৫২১ ডলার মাথাপিছু জিডিপি নিয়ে ২০২৪ সালে ১৪৩তম স্থানে রয়েছে।

CEBR জানিয়েছে, ২০২৪ সালে বিশ্ব জিডিপি ১১০ ডলার ট্রিলিয়ন থেকে বেড়ে ২০৩৯ সালে ২২১ ডলার ট্রিলিয়নে পৌঁছাবে।

যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুকুট ধরে রাখবে। চীন প্রতিদ্বন্দ্বিতা করলেও পিছিয়ে থাকবে।

ভারত, ২০২৫ সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হবে। ২০২৮ সালে দেশটি ৫ ডলার ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে এবং ২০২৯ সালের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় স্থানে পৌঁছাবে।

ছোট অর্থনীতিগুলোর মধ্যে তুভালু, নারু, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি এবং পালাউ পরবর্তী ১৫ বছরে তাদের বর্তমান অবস্থানেই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here