‘আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না’

0
11

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের আজকের বিজয় হলো আওয়ামী ও ফ্যাসিবাদ মুক্ত বিজয়, দিল্লির আগ্রাসন মুক্ত বিজয় দিবস। যতদিন সার্বভৌমত্ব থাকবে ততদিন এদেশের এদেশের তরুণ প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আগ্রাসন থেকে এ দেশকে মুক্ত রাখবে। জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নাই।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদকে পরাজিত করেছিল, এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে বাংলাদেশে সুন্দর একটি নতুন দল উপহার দেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ একাত্তরের পরে যারা একাত্তরে বাংলাদেশের মানুষ হলেও বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদের বিচার আমরা করতে পারিনি, ৯০ এর গণ আন্দোলনের পর ওই আন্দোলনে নিহতের হত্যার বিচার এখনো আমরা করতে পারি নাই, ২৪ এর আন্দোলনের পর আমাদের যে ভীতি তৈরি হয়েছে- ৯০ এবং ৭১ থেকে শিক্ষা নিয়ে, যে ২৪ এর হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয় তাহলে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here