সাকিবের দেশে আসা-যাওয়ায় আইনি বাধা নেই: আসিফ মাহমুদ

0
14

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। আসন্ন এ সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা সাকিব আল হাসানের। তবে দেশে তাঁর নামে মামলা হওয়ায় আসন্ন এ সিরিজে তিনি খেলবেন কি না তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানিয়েছেন, সাকিবের দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
আসিফ মাহমুদ বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। একটা হচ্ছে সাবজুডিস, দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এ বিষয়ে কনসার্ন আছে, উত্তরটা দিতে পারবে।’

সাকিবের দেশে আসা -যাওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। সেটা আমরা পালন করব। যেহেতু আমার মন্ত্রণালয় কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি আইনি বাধা আছে কি না দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি, এখন পর্যন্ত কোনো বাধা নেই।’

তিনি আরও বলেন, ‘কোর্ট যদি কোনো অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটা তো আর আমার বিষয় না। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আইনি বাধা নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here