‘আমরা ভারতকে হারাবো, সেই বিশ্বাস আছে’

0
40

দুই টেস্টের সিরিজ এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ভারতে অবস্থান করছে। ১৯ জানুয়ারী টাইগারদের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মারা। দুই দলের প্রথম ম্যাচটি হবে চেন্নাইয়ে, আর দ্বিতীয়টি কানপুরে। সিরিজ দুইটি সামনে রেখে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে ঘাম ঝড়াচ্ছে দুই দলের ক্রিকেটাররা। ঘরের মাটিতে ভারর সব সময় শক্তিশালী দল। এরপরও তাদেরকে হারাতে আশাবাদী টাইগার পেসার শরিফুল ইসলাম।

ভারত সিরিজে ইনজুরির জন্য টেস্ট দলে জায়গা হয়নি শরিফুলের। কিন্তু কোহলি-রোহিতদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ আমরা ভারতকে হারাবো। আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি। আমরা সেই আশা নিয়েই ইনশাল্লাহ চেষ্টা করব।’

টাইগার পেস ইউনিট প্রসঙ্গে শরিফুলের ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ আমাদের ভালো পেস আক্রমণ আছে। যারা এখন বাইরে আছি তারাও ভালো। আমরা পাকিস্তানে ভালো করেছি, ইনশাল্লাহ সেই আশাতে আমরা ভারতেও ভালো করব। কারণ আমাদের সব পেসার ভালো ফর্মে এবং ছন্দে আছে। আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য ভালো।’

‘এখন যারা খেলতেসে তারাও ভালো ব্যাকাপও আছে ভালো। এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো। আমরা পেসাররা বেশিরভাগ সময় একসাথে খেতে যাই। একসাথে বসে কথা বলি। খেলার ব্যাপারে অনেক কথা হয়। এই বোঝাপড়াটা অনেক ভালো আরকি। সব একসাথে সবার ভালো সম্পর্ক।’

ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে শরিফুল বলেন, ‘অবশ্যই আমাদের সবারই ফিটনেস উন্নতি হয়েছে। ফিজিও, ট্রেনার সবাইকে অনেক ধন্যবাদ দিতে হয়। ওরা অনেক কাজ করেছে আমাদের নিয়ে। আসলে আমরা নিজেদের দিক থেকেই চ্যালেঞ্জ থাকে যে ফিটনেস আরও ভালো হলে পারফরম্যান্স আরও ভালো হবে। সেজন্যই নিজ থেকে আরও করার ইচ্ছা আরকি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here