স্বস্তি ফিরেছে মাংসের বাজারে

0
41

আগস্টের শুরুতে চড়া দাম থাকলেও দুই সপ্তাহ ধরে কমতে শুরু করে মাংসের বাজার। ভোক্তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে গরুর মাংসের বাজার। কেজিতে কমেছে অন্তত ১০০ টাকা। দাম কমেছে ব্রয়লার মুরগীরও। এতে স্বস্তি এসেছে নাগরিকদের মাঝে।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের একাধিক বাজার থেকে দেখা গেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা জানান, চলতি আগস্টের শুরুতে গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে। দাম কমেছে মাসের মাঝামাঝি সময়ে এসে।
মোহাম্মদপুরের মাংস বিক্রেতা মো. খাজা বলেন, গরুর দাম আগের তুলনায় কম। তাই মাংসের দাম কমছে।
সহসাই গরুর মাংসের দাম বাড়ছে না বলেও মনে করেন এই মাংস বিক্রেতা।
এদিকে দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। শুক্রবার সকালে নগরীর ঢাকা উদ্যান হাজী জয়নাল আবেদীন বাজারের গরুর মাংসের দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো।
মিলন হোসেন নামে একজন ক্রেতা বলেন, কয়েকদিন আগেও ৮০০ টাকা, সাড়ে আটশো টাকায় গরুর মাংস বিক্রি হয়েছে। এখন সাতশ টাকা। দাম যেহেতু কমেছে, এটা আমাদের জন্য ভালো। আমরা চাই দামটা আর না বাড়ুক।
এদিকে গরুর মাংসের পাশাপাশি কমেছে ব্রয়লার মুরগীর দাম। আগস্টের শুরুর দিকে দুইশোর ঘর অতিক্রম করেছিল ব্রয়লার। সে দাম এখন বেশ কমেছে।
শুক্রবার ১৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে ব্রয়লার মুরগী। সেখানেও বেশ স্বস্তির ছাপ দেখা গেছে ক্রেতাদের মাঝে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here