আহত আরও এক কর্মীর মৃত্যু, গণঅভ্যুত্থানে ছাত্রদলের নিহত বেড়ে ৩৩

0
22

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে সহিংসতায় বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের আহত আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে সংগঠনটির নেতাকর্মীর নিহতের সংখ্যা দাঁড়াল ৩৩।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট রাজধানীর ঢাকা সিটি কলেজ এলাকায় হামলায় আহত ছাত্রদল কর্মী রিয়াজ রাড়ী আজ শনিবার (১৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাত ৮টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রিয়াজ ছাত্রদল কর্মী। তারা বাবা উপজেলা বিএনপির নেতা।

এদিকে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাছির উদ্দীন শাওন বলেন, রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আমরা ছাত্রদলের নেতাকর্মীরা এখন হাসপাতালে আছি।

জানা যায়, নিহত রিয়াজ রাড়ী মুলাদী বরিশাল জেলার মুলাদী উপজেলার মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তার বাড়ি হিজলা উপজেলার লক্ষীপুর গ্রামে। বাবার নাম মাহমুদ হক রাড়ী ও মায়ের নাম সাফিয়া বেগম।

এদিকে ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছে, ছাত্রদলের একজন সহযোদ্ধা মো. রিয়াজ রাড়ী গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে সিটি কলেজ এলাকার সাইন্সল্যাবের সামনে গুলিবিদ্ধ হয়েছিল। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজের জানাজা আজ রাত সাড়ে ৯টায় বিএনপির পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here