বিস্ফোরক আইনের মামলায় সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বিচারক রাজিব কুমার রায় রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার রুহিয়ায় রমেশ চন্দ্র সেনের নিজ বাড়িতে থাকে হেডকোয়ার্টারের পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার পূর্বক সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসেন।
পরবর্তীতে শনিবার বিকালে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ১৬ আগস্ট ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ার বাসিন্দা মো. রিপন ওরফে বাবু বাদি হয়ে মামলা দায়ের করেন।