ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগিরই কাজ শুরু করবে জাতিসংঘ

0
82

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে, ভলকার তুর্ক জানিয়েছেন— জাতিসংঘ শিগগিরই বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় তদন্ত শুরু করবে। একটি বিশেষজ্ঞদল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও তিনি জানিয়েছেন।

ফোনালাপে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান। তিনি জাতিসংঘের সমর্থন ও শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. ইউনূস বলেন, তার প্রশাসনের মূল লক্ষ্য হবে মানবাধিকার রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here