চলতি আগস্ট মাসের প্রথম দিকে দেশে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কম থাকলেও পরে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগস্টের প্রথম ১০ দিনে বৈধ পথে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা প্রথম তিন দিনের তুলনায় চার গুণ বেশি।
সোমবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আগস্টের ৩ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। কিন্তু ৪ থেকে ১০ আগস্টের মধ্যে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠান, যা প্রথম অংশের তুলনায় চার গুণেরও বেশি।
রেমিট্যান্স প্রবাহের এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১১ লাখ ৫০ হাজার ডলার দেশে এসেছে।