কারওয়ান বাজারের পর এবার রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী উপরিচালক মিডিয়া শাহজাহান সরদার।
তিনি জানান, চার তলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে। সেখানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করছে। এছাড়া সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
এর আগে, সকাল সাড়ে ১০টার মিনিটে কারওয়ান বাজারে একটি টিনশেড ঘরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।