খবর ৭১: পুরান ঢাকার উত্তর বনগ্রাম পঞ্চায়েত কমিটি আজ ৭ এপ্রিল রবিবার বিকেলে এলাকার দরিদ্র পরিবারগুলোকে ঈদ উপহার প্রদান করেছে। পঞ্চায়েতের সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্থানীয় ওয়ারি থানার অফিসার ইন চার্জ জানে আলম মুন্সী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইমতিয়াজ আহমেদ মন্নাফী গৌরব ও স্থানীয় যুবলীগ নেতা আবরার হোসেন মিথুন। অন্যান্যের বক্তব্য রাখেন পঞ্চায়েতের সভাপতি এ কে এম আলমগীর জাহান মানিক ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আরিফ। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আফসার মিশু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী উত্তর বনগ্রাম পঞ্চায়েত কমিটির লক্ষ্য, এলাকার একটি পরিবারও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যবস্থা করা। পঞ্চায়েত কমিটি সচ্ছল সমর্থ উদার হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় এলাকাবাসীর সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে।