কারওয়ান বাজার থেকে ডিএনসিসির কার্যালয় স্থানান্তর শুরু

0
75

কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন থেকে আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অফিস শিফটিংয়ের মাধ্যমে স্থানান্তর প্রক্রিয়া চলবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুতাকাব্বির আহমদ এ কার্যক্রম শুরু করেন।

তিনি বলেন, কাওরান বাজারসহ প্রায় ১৬টি মার্কেট পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি করপোরেশন। পুরোপুরি স্থানান্তর সম্পন্ন হলে পরবর্তীতে এই কাওরান বাজারে বিজনেস হাব তৈরি হবে।

পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে জানিয়ে মুতাকাব্বির আহমদ বলেন, কাওরান বাজারে ১৭৬ টি স্থায়ী দোকান এবং ১৮০ টি অস্থায়ী দোকান রয়েছে। সামনে আর কোনো বাজার থাকবে না এবং কোনো খুচরা ব্যবসায়ী থাকবে না।

ঈদের আগে আপাতত কাওরান বাজারে যে অফিস রয়েছে, সেটি সরিয়ে ফেলা হবে। পরবর্তীতে ভবন ভাঙা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here