খবর ৭১: ব্রহ্মবাড়িয়া-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীন আলম এর একান্ত স্বাক্ষাৎকারে তার অব্যক্ত কথা গুলো বলেছেন খবর ৭১.কম এর প্রতিনিধির সাথে। শাহীন আলম বাহ্মবাড়িয়া জেলা বিএনপির সদস্য, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সহ সাধারন সম্পাদক।
প্রশ্ন– আপনি তো একজন ক্রীড়া সংগঠক ও সফল ব্যাবসায়ী, আবার রাজনীতিবিদ।
কোনটা বেশি উপভোগ করেন?
শাহিন আলম: আমি রাজনীতি টা ই উপভোগ করি।কারন এতে জনগনের সাথে কাজ করা যায় এবং তাদের ভালবাসা পাওয়া যায়।যা আমি পেয়ে যাচ্ছি।
আর আমি আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের, সহ সাধারন সম্পাদক।
ক্রীড়া ক্ষেত্রে অনুদান দিয়ে যাচ্ছি।যাতে জিয়া পরিবারের সদস্য কোকো ভাইয়ের স্মতি ধরে রাখতে পারি।
আর আমি সফল ব্যাবসায়ী বলে তা সম্ভব।
প্রশ্ন— দল থেকে আপনাকে কেন মনোনয়ন দিবে? কি জন্য দিবে?
শাহিন আলম: কাজী আনোয়ারের মৃত্যুরর পর এই আসনটি নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল।আওয়ামীলীগ কে হারাতে একজন সৎ, যোগ্য ও ডায়নামিক নেতার প্রয়োজন। আমি মনে করি এ সবই আমার আছে। তাছাড়া ২১ টি ইউনিয়নে আমি বা আমার কর্মী বাহিনী কাজ করে যাচ্ছেন। তাই দল আমাকেই মনোনয়ন দিবে বলে আমি আশা করি।
আর যোগ্য ও জনপ্রিয়তার জন্য আমাকেই দিতে হবে, এটা জনগনের দাবী।
প্রশ্ন- নবীনগরের প্রধান সমস্যাগুলি কি? আপনি নির্বাচিত হলে কিভাবে সমাধান করবেন?
শাহিন আলম:নবীনগরের সমস্যা অনেক।তবে আন্তরিকতার সহিত যদি কাজ করা যায় তাহলে সমাধান সম্ভব।
যদি নির্বাচিত হই
১। মাদক ব্যাবসা কে নির্মূল করব।
২।নবীনগর বাসীদের প্রাকৃতিক গ্যাসের সংযোগ দিব।
৩। নবীনগর সদরের সাথে প্রত্যান্ত অঞ্চলের রাস্তা নির্মান, বক্স কার্লভার্ট নির্মান, কাচা রাস্তাকে পাকা করব।
৪।মসজিদ মাদ্রাসা নির্মান করব।
৫।যুবকদের নিয়ে ক্রীড়া মূলক অনুষ্ঠান করব।
৬।ইভটিজিং বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।
প্রশ্ন- ধন্যবাদ আপনাকে সময় দেবার জন্য।
শাহিন আলম: আপনাকে ধন্যবাদ নবীনগর বাসীর পক্ষ হতে।