৩ দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল

0
115

খবর ৭১: এর আগে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটিজনিত কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম।

তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে সোমবার পুনরায় উৎপাদন শুরু হয়েছে। এখন জাতীয় গ্রিডে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।’

বর্তমানে কেন্দ্রটিতে কয়লার মজুত থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকদিন পর পর বন্ধ হচ্ছে এ বিদ্যুৎ কেন্দ্রটি। এর আগে টারবাইন ত্রুটির কারণে ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। মেরামত শেষে ২০ জুলাই ফের উৎপাদন শুরু হয়।

২০২২ সালের ১৭ ডিসেম্বর চালু হওয়ার পর ৯ মাসে আটবার বন্ধ হয়েছে এ বিদ্যুৎ কেন্দ্রটি। উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর পর্যায়ক্রমে ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৩ জুলাই, ১৬ জুলাই, ৩০ জুলাই ও ১৪ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here