এনআইডি সেবা বন্ধ

0
121

খবর ৭১: সার্ভারের রক্ষণাবেক্ষণের প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, নিরাপত্তার জন্য আজ সকাল থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা আপাতত বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এর আগে, গত ১৪ আগস্ট রাতে এনআইডি সার্ভার বন্ধ রাখা হয়েছিল। পরে সাড়ে ৩৮ ঘণ্টা পর ১৬ আগস্ট সচল করা হয়। ডিজি বলেছিলেন, সাইবার হামলার শঙ্কা থেকে ১৪ আগস্ট রাত ১২টায় সার্ভার বন্ধ করা হয়। যদিও আগে থেকেই ১৭১টি প্রতিষ্ঠানকে জানানো হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হবে- এমন শঙ্কায় ব্যক্তি পর্যায়ে জানানো হয়নি।
এনআইডির তথ্যভাণ্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভাণ্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাই সংক্রান্ত সেবা নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here