ঝিনাইদহে চাঞ্চল্যকর অমিতাভ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

0
136

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে চাঞ্চল্যকর অমিতাভ হত্যা মামলার প্রধান আসামী রাজলু হোসেন রাজু (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল।
সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ ইমরান জাকারিয়া জানান, ব্যবসায়ী অমিতাভ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মেহেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সকালে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা পুরাতন ব্রীজ এলাকার রাস্তার পাশ থেকে অমিতাভ’র বস্তাবন্দি অর্ধ-গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তিশা নন্দী বাদী হয়ে রাজলুকে প্রধান আসামীসহ অজ্ঞাতদের আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here